সর্বশেষ খবর:

**নিশাত জুট মিল আদর্শ বিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্বাগতম** 20/1023 থেকে 28/10/2023 পর্যন্ত বন্ধ  আগামী ২৯/৭/২০২০ হইতে ৭/৮/২০২০ পর্যন্ত নিশাত স্কুল অনলাইন ক্লাস ঈদের জন্য বন্ধ থাকবে। ৮/৮/২০২০ হতে শুরু হবে। ঈদ মোবারক -নিশাত স্কুল  আগামী ২৯/৭/২০২০ হইতে ৭/৮/২০২০ পর্যন্ত নিশাত স্কুল অনলাইন ক্লাস ঈদের জন্য বন্ধ থাকবে। ৮/৮/২০২০ হতে শুরু হবে। ঈদ মোবারক -নিশাত স্কুল  ১৫ই আগষ্ট/২০১৯ -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম জাতীয় শোক দিবস । সকাল ৯.০০টায় সকল শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের স্কুলে থাকার নির্দেশ দেয়া হলো। প্রধান শিক্ষক নিশাত জুট মিলস্ আদর্শ বিদ্যালয়  **নিশাত স্কুল** আগামী ০৮/০৭/১৯ ইং অর্ধ বার্ষিক পরীক্ষা 0৭/0৭/১৯ ইং এর মধ্যে ফি ও জুন/১৯ পর্যন্ত যাবতীয় পাওনাদি পরিশোধ করার জন্য অনুরোধ রইল।  ***গ্রীষ্মকালীন,মাহে রমজান বুদ্ধপূর্নিমা,জুমাতুল বিদা,শবই কদর, ঈদুল ফিতরের ছুটি** ০৬/০৫/১৯ থেকে ১৩/০৬/১৯ পর্যন্ত।  বিশ্বইজতেমা ও মাগী পূর্নিমা উপলক্ষে ১৬,১৮ও১৯/০২/২০১৯ তারিখ স্কুল বন্ধ থাকবে।  **স্বরস্বতী পুজা** উপলক্ষে ১০/০২/২০১৯ তারিখ রবিবার স্কুল বন্ধ থাকবে ।  আগামী ২৪/১২/২০১৮ ইং **বার্ষিক পরীক্ষার ফলাফল** ১২.০০ ঘটিকায় প্রকাশ করা হবে ।সকল শিক্ষার্থী/অভিভাবকগনের উপস্থিতি কামনা করছি।  *শীত কালীন ছুটি*15.12.2018 থেকে 30.12.2018 পর্যন্ত। আগামী 31.12.2018 তারিখ থেকে স্কুল থোলা থাকবে।  **নিশাত জুট মিল আদর্শ বিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্বাগতম** আগামী 24.12.2018 তারিখ পি.ই.সি ও জেএস.সি ফলাফল প্রকাশ হবে।  
মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠানের ইতিহাস

নিশাত জুট মিলস্ আদর্শ বিদ্যালয় ১৯৭৮ সালে নিশাত জুট মিলস্ লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীগন তাদের নিজ উদ্যোগে মিলে কর্মরত কর্মচারীদের ছেলেমেয়েদের লেখাপড়ার নিমিত্তে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক হওয়ায় শিক্ষামন্ত্রনালয় বিদ্যালয়টিকে ১৯৯৩ সালে এম.পি.ও ভুক্ত করেন। ২০০২ সালে মিল বন্ধ হওয়ার পর মন্ত্রনালয় ও জেলাপ্রশাসকের সম্মতিতে বিদ্যালয়টিকে সম্পূর্ন বেসরকারি এম.পি.ও ভূক্ত প্রতিষ্ঠান হিসাবে ২০(১) ধারা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। হামীম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক (নিশাত কমপ্লেক্স) জনাব এ. কে. আজাদ বিদ্যালয়টির সার্বিক সহযোগিকা করে আসছেন।

Top